এম আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে দিনে দুপুরে অস্ত্রেরমুখে এক পথচারী মহিলার কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী।
আজ সোমবার (৩১অক্টোবর) দুপুরে ভৈরব বাজার জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার মহিলা শহরের কমলপুর বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী আব্দুর রহমানের স্ত্রী রাশেদা বেগম।
জানাযায়, আজ দুপুরে ভৈরব বাজার শপিং করতে এসে তিন ছিনতাইকারী কবলে পড়েন। ভুক্তভোগী রাশেদা বেগম জামে মসজিদের উত্তর পাশের গলি দিয়ে যাওয়ার পথে ওই সংঘবদ্ধ ছিনতাই কারীরা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে স্বর্ণালংকার, ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন ও টাকাসহ তার ভেনেটি ব্যাগ ছিনিয়ে নেয়।
এই ব্যাপারে ভুক্তভোগী রাশেদা বেগম জানান, ছিনতাই হওয়া মালামাল ফেরত পেতে ভৈরব শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শ্যামল মিয়ার নিকট মৌখিক ভাবে অভিযোগ করেছেন। মৌখিক অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনির।
উক্ত ঘটনা তদন্ত সাপেক্ষে ভৈরব বাজারের সিসি টিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান পুলিশ।
এব্যাপারে শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শ্যামল মিয়া বলেন, আমি অসুস্থ তাই উক্ত ঘটনাটি তদন্তের জন্য উপপরিদর্শক মনিরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply