মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম। অক্টোবর-২০২২ মাসে ০-১ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনসহ মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ কিশোরগঞ্জ এ ফলাফল ঘোষণা করেন। সূত্র জানায়, উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-
অর-রশিদ অষ্টগ্রামে যোগদানের সময় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কিশোরগঞ্জ জেলায় অনেক পিছিয়ে ছিল অষ্টগ্রাম।যোগদানের পর তিনি জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করতে উদ্যোগী হন।
বিশেষ করে ০-১ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনসহ মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করেন। ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন সূচকে কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় অষ্টগ্রাম সর্বোচ্চ সফলতা দেখাতে সমর্থ হয়।
Leave a Reply