মোস্তাফিজ আমিনঃ
ভৈরবে ২৫ বোতল ফেন্সিডিলসহ লাভলী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার(২ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজার সিনেমা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। লাভলী ব্রাক্ষ্মণবাড়িয়ার পৈরতলা এলাকার শরীফুল ইসলামের স্ত্রী।
ভৈরব শহর ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান মনির জানান, আজ দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স তিনি লাভলী বেগমকে আটক করেন। পরে তার সাথে থাকা ব্যাগে তল্লাশী করে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শহর ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. শ্যামল মিয়া লাভলী বেগমের আটকের কথা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply