ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শ্লোগানে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ।
শনিবার (৫ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী ঈসমাইল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানা মুক্তি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, সমবায় অফিসার মাহফুজুল আমিন, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইটনা থানার এসআই নাজমুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।
Leave a Reply