এম আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে কমলপুর নিউটাউন এলাকায় নির্মাণাধীন ৬ তলা ভবনের পঞ্চম তলার ছাদের কিনারে কাজ করার সময় সেফটি না থাকায় পড়ে গিয়ে মাসুদ রানা নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মাসুদ রানা ভৈরব পৌর এলাকার চন্ডিবের গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার (৫ নভেম্বর ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনটি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজাকাটা এলাকার ইতালি প্রবাসী রুবেল মিয়ার মালিকাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার দুপুরে নিউটাউন আবাসিক এলাকায় ৫ তলার ছাদে মিস্ত্রি মাসুদ রানা কাজ করছিলেন। পাঁচতলার ছাদের সাইডে কাজ করার সময় সেফটি না থাকায় পা পিছলে নিচে পড়ে গিয়ে মৃত্যুবরন করেন।
এঘটনায় নিহতের স্বজনরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ভৈরব থানার ওসি মোঃ শাহ আলম মোল্লা।
Leave a Reply