কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এতে কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ফান্ড-সিডিএফ এ সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় সাতরং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক সুয়েল রানাকে শ্রেষ্ঠ রাজস্ব প্রদানকারী নির্বাচিত করা হয়।
শনিবার (৫ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আখতার সঞ্চালনা করেন
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।
সমাবেশে শ্রেষ্ঠ রাজস্ব প্রদানকারী সাতরং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক সুয়েল রানা, আকজ বহুমুখী সমবায় সমিতির পরিচালক লতিফুল বারী, বরেন্দ্র মাল্টিপারপাস কো-আপারেটিভ সোসাইটির পরিচালক হাফিজুর রহমান ও রুপান্তর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক তৌফিকুর রহমানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply