সরাইল প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ শনিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে সদর ইউনিয়নের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবু হানিফ, সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আবু কাউসার ঠাকুর (রুবেল)।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, শিক্ষকসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।
Leave a Reply