নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী ১নং কাদির জংগল ইউনিয়নে ” হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়ে” বিগত ১০ নভেম্বর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিরাজ।
নির্বাচনে যথারীতি ৪ জন পুরুষ অভিভাবক সদস্য, ১ জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য , ১ জন দাতা সদস্য , ২ জন পুরুষ শিক্ষক প্রতিনিধি সদস্য এবং ১ জন সংরক্ষিত মহিলা শিক্ষিকা প্রতিনিধি সদস্য নির্বাচিত হন।
নির্বাচন পরবর্তী প্রিজাইডিং অফিসার করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিরাজ’র সভাপতিত্বে বিভিন্ন শ্রেণির নির্বাচিত ৯ জন সদস্যের নিয়ে ১৪ নভেম্বর বিদ্যালয়ের অফিস কক্ষে সকাল ১১ টায় কমিটির সভাপতি নির্বাচনের জন্য এক জরুরী সভা করেন।
উক্ত সভায় সভাপতি পদে ২ জন প্রার্থী হন। সংখাগরিষ্ট ভোটে আসাদুজ্জামান খান লিপন এগিয়ে থাকায়, অনুষ্ঠিত সভার সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিরাজ আগামী ২ বছরের জন্য আসাদুজ্জামান খান লিপনকে উক্ত বিদ্যালয়ের সভাপতি হিসাবে নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ও উনার উপর অর্পিত দায়িত্ব পালনে কমিটির সকলের সহযোগিতা কামনা করেন। পরবর্তীতে অনুষ্ঠিত সভার সভাপতি সকল সদস্যদের সহযোগিতা জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন । উল্লেখ্য যে আসাদুজ্জামান খান লিপন কালের নতুন সংবাদ’র নির্বাহী সম্পাদক।
Leave a Reply