এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:
দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি ‘এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
এসময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আজিজুল হক রাজন, ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।
পরে উপস্থিত অতিথিদের সামনে অগ্নি নির্বাপক উদ্ধার সাজসরঞ্জাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ষ্টেশন অফিসার আজিজুল হক রাজন। পরিশেষে বর্ণাঢ্য একটি যান্ত্রিক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
Leave a Reply