মো. নজরুল ইসলাম সাগরঃ
বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদ কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদ এর গঠনতন্ত্রের নির্বাচন অধ্যায়ের বিকল্প পদ্ধতি (মতামত) অনুসরণ পূর্বক নির্বাচন কমিশন কর্তৃক বিভাগীয় যুগ্ন-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের সুপারিশের ভিত্তিতে শাহ মোঃ সারওয়ার জাহানকে (সংযুগ যুব গণপাঠাগার, কিশোরগঞ্জ) সভাপতি, আবুল কালাম আজাদকে (শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পাঠাগার, কিশোরগঞ্জ) সাধারন সম্পাদক ও নজরুল ইসলাম সাগরকে (স্বপ্নীল গণগ্রন্থাগার, অষ্টগ্রাম) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে জাতীয় নির্বাহী কমিটির সভাপতি মালিক খসরু পিপিএম ও মহাসচিব হাবিবা রহমান খাঁন এমপি ও প্রধান সমন্বয়ক মো. ইমাম হোসাইন স্বাক্ষরিত ২০২২-২৩ এর ১১ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া সহ-সভাপতি পদে ইসমাইল হোসেন (উপজেলা পাবলিক লাইব্রেরী, পাকুন্দিয়া) ও সাজ্জাত হোসাইন সমুজ (নিরিবিলি পাঠাগার, অষ্টগ্রাম), যুগ্ন-সাধারন সম্পদক পদে সামিউল হক ভূঁইয়া (থানেশ্বর গণপাঠাগার, ইটনা), অর্থ সম্পাদক পদে আল-আমিন (জননী পাঠাগার, কিশোরগঞ্জ),দপ্তর সম্পাদক পদে আরিফুল হক জব্বার (কামালপুর গণপাঠাগার, নিকলী), প্রচার সম্পাদক পদে রুহুল আমিন রাজু (কটিয়াদী প্রেসক্লাব পাঠাগার, কটিয়াদী) ও নির্বাহী সদস্য পদে সঞ্চয় ঘোষ মিঠু (আনন্দমোহন বসু স্মৃতি পাঠাগার,ইটনা) নির্বাচিত হয়েছেন।
Leave a Reply