আতাউল গণি, অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।
বুধ ও বৃহস্পতিবার টানা দু’দিন প্রত্যন্ত ও দুর্গম হাওর অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে সরেজমিনে পরিদর্শন করেন ডিইও। বিশেষ করে উপজেলার বাঙ্গালপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও হক সাহেব উচ্চ বিদ্যালয়ে সেসিপ কর্তৃক চালুকৃত ড্রেস মেকিং ও জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের সরবরাহকৃত সরঞ্জামাদি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রত্যন্ত হাওরের বৈরী পরিবেশে শিক্ষার নানাবিধ প্রতিকূলতা উল্লেখ করে ডিইও বলেন প্রাকৃতিক এসব প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষা ক্ষেত্রে হাওরের এসকল প্রতিষ্ঠান বিশেষ অবদান রেখে চলেছে। শিক্ষার উন্নয়নে এ প্রতিষ্ঠান সমূহের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রতিষ্ঠানের পরিদর্শন বইয়ে পরিদর্শন প্রতিবেদন উল্লেখ পূর্বক স্বাক্ষর করেন।
উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মি. হরিচরণ দাস জেলা শিক্ষা অফিসারকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া, বাঙ্গালপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার এবিএম আবুল খায়ের,হক সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী সহ শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
Leave a Reply