বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নব-নির্বাচিত “বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (বা.প্রা.বি.স.শি) সমিতির নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (৩০নভেম্বর) রাত ৭টার দিকে কুলিয়ারচর কোল্ড স্টোরেজে এক জাকজমক আয়োজনের মধ্য দিয়ে সমিতির নবনির্বাচিত সভাপতি লুৎফুল আজাদ সোহেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসানকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তিনি।
এর আগে সমিতির পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর শনিবার ৪১নং কুলিয়ারচর বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৪২০ ভোটের মধ্যে সভাপতি পদে লুৎফুল আজাদ সোহেল ১৫৬ ভোট ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মো. কামরুল হাসান। নির্বাচনে রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন শিক্ষক মোহাম্মদ শাফি উদ্দিন সোহেল।
Leave a Reply