মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হারম্নন-অর-রশিদ।
বিদায়ী জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, কিশোরগঞ্জের মত ভিআইপি জেলায় কাজ করার সুযোগ আমার হয়েছে। এখানে আমি সরাসরি মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি অত্যন্ত আন্তরিক ভাবে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন।
তিনি সব সময় হাওরবাসীকে নিয়ে চিন্তা করেন। কিশোরগঞ্জ আমার কর্ম এলাকা না হলে মহামান্য রাষ্ট্রপতির এত স্নেহ, এত ভালোবাসা পাওয়ার সুযোগ আমার হতনা। হাওরের মানুষের হৃদয় অনেক বড়, অতিথি পরায়ণ। আপনাদের সাথে এখানে কাজ করতে পেরে সত্যিই আমি ধন্য। সবশেষে তিনি বলেন, কিশোরগঞ্জ থেকে যারা বিদায় নেন, তারা কখনো কিশোরগঞ্জবাসীকে ভূলতে পারেনা। আমিও আপনাদের কখনো ভূলতে পারবোনা।
বিদায়ী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজতবা আরিফ খান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা হক রত্না, কাস্তুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক রন্টি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমাছ উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম ফারুক, দেওঘর ইউপি সচিব মশিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা খাদেমুল মোর্শেদ, বাংগালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচরণ দাস ও সাখাওয়াত হোসেন জোসেফ প্রমুখ।
Leave a Reply