নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ইটনা থানা পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে ইটনা থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা’র নির্দেশে এসআই মোঃ আব্দুল জব্বার ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় মাদক উদ্ধার অভিযান চেকপোস্ট ডিউটি পরিচালনা করার সময় বিশ্বরোড জিরো পয়েন্ট এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামি হবিগঞ্জ জেলার চুনারুঘাট ইকরতলি (হাপ্টার হাওর) এলাকার মোঃ খোরশেদ মিয়ার ছেলে মোঃ রফিক মিয়া (৩১)।
তল্লাশি চালানোর সময় কৌশলে দুইজন পালিয়ে যায়, তারা হলেন একই এলাকার সুমন মিয়া এবং টাইগার।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম মোল্লা জানান, মাদকের বিরুদ্ধে ইটনা থানার পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।
এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই রুটে মাদক চালান আসছে। তাই মাদক উদ্ধারে চেকপোস্ট বসিয়ে ২০ কেজি গাঁজাসহ একজন কে আটক করা হয়েছে এবং তার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা।
তার বিরুদ্ধ থানায় মামলা দায়ের করা হচ্ছে এবং মাদকসহ আটককৃত ব্যক্তিকে আগামীকাল কোর্টে পাঠানো হবে।
Leave a Reply