বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামীম আলম এর বদলীজনিত বিদায় উপলক্ষে কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিমর সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম ক্বারী,গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলিয়ারচর সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম সহ সাংবাদিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় বিদায়ী জেলা প্রশাসককে ক্রেস্ট ও মানপত্র দিয়ে বিদায় জানানো হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও বই দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্টান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান।
Leave a Reply