নিজস্ব প্রতিনিধিঃ
সাধক কুলের শিরোমণি, উপমহাদেশের প্রখ্যাত সুফি, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক (রঃ) (কান্দুলিয়া হুজুর নামে পরিচিত) এঁর জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক আগামীকাল ৫ ডিসেম্বর সোমবার থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বুধবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।
আজ রোববার (৪ ডিসেম্বর) সকালে মাজার শরীফের মোতাওয়ালী মোঃ নজরুল ইসলাম কাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতি বছর কান্দুলিয়া হুজুরের এই ওরশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত বৃন্দ এসে জড়ো হয়। উৎসবের আমেজে এলাকার নারী,পুরুষ, শিশু, কিশোরদের এক মিলন মেলায় পরিণত হয়। ওরশে ধর্মীয় আলোচনা ওয়াজ মাহফিল, মিলাদ, জিকির আজকার ও সামা অনুষ্ঠিত হয়।
ওরস সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই বিষয়ে মাজারের মোতাওয়ালী নজরুল ইসলাম কাজী বলেন এ বছর সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে ওরশ মোবারক পালনের যথাযত ব্যবস্থার কথা উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন আমরা প্রতি বছরের ন্যায় ওরস সুষ্ঠু ও সুন্দর ভাবে পালন করতে সক্ষম হবো ইনশালল্লাহ। এ সময় ওরশে অংশগ্রহণের জন্য হুজুর এঁর সকল আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দ সহ দেশবাসীকে আমন্ত্রণ জানান।
Leave a Reply