মো. নজরম্নল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
পবিত্র আল-কোরআনের কাব্যানুবাদকারী ও “মরমর রবি মদীনার শশী” গ্রন্থের রচয়িতা আলহাজ্ব কবি মো. তৈয়ব আলী পেলেন উদ্দীপন সাহিত্য পদক-২০২২।
তিনি কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কাস্তুল গ্রামের বাসিন্দা ও অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম সাগরের পিতা।
পবিত্র আল-কোরআনের কাব্যানুবাদ করে সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য কিশোরগঞ্জের উদ্দীপন সাহিত্য সংস্কৃতি পরিষদ তাঁকে এ সম্মাননায় ভূষিত করেন। এর আগে তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পূর্ণাঙ্গ জীবনী কাব্যে রূপান্ত্মর করে কবি আলী আক্কাস রেনু পুরষ্কার ও সিরাতুন্নবী রৌপ্য পদকে ভূষিত হয়েছেন।
রবিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় কিশোরগঞ্জ সদরের কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উদ্দীপন সাহিত্য পরিষদের ২য় বার্ষিক সাহিত্য সম্মেলনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদর উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি আইয়ুব বিন হায়দার।
অনুষ্ঠানে সহ-সভাপতি ছিলেন ইফাবা’র কেয়ারটেকার মাও. মো. আব্বাস আলী।
বিশেষ অতিথি ছিলেন মাথিয়া ইশায়াতুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ভুঁইয়া। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন, লেখক ও সাংবাদিক কামাল হোসাইন ফরায়েজী, কবি ও পি.এইচ.ডি. গবেষক জহির সাদাত, লেখক ও সাংবাদিক আমিনুল হক সাদী।
বক্তব্য রাখেন কবি ও সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, সাইফ সিরাজ, মো.বাছির উদ্দীন, কবি ও প্রাবন্ধিক সাদেক আহমেদ প্রমুখ। কবি ও প্রাবন্ধিক ইসমাঈল মুফিজীর সার্বিক তত্ত্বাবধানে এ সাহিত্য সম্মেলনের সঞ্চালনায় ছিলেন লেখক-ছড়াকার শফিক নোমানী।
Leave a Reply