মোঃ আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠন “ব্লাড ফাইটার্স অব ভৈরব”র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমক পরিবেশে কালীপুর পালকি কফি হাউজে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সোমবার দুপুরে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, বাজিতপুর সহ বিভিন্ন এলাকার রক্তদাতা সংগঠনের শতাধিক নারী-পুরুষ স্বেচ্ছাসেবীদের এই মিলন মেলায় কমিটি গঠন, আলোচনা সভা, নবগঠিত কমিটির পরিচিতিপর্ব, ফুলেল শুভেচ্ছা ও রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
“ব্লাড ফাইটার্স অব ভৈরব” র সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ এর সার্বিক পরিচালনায় সহ-সভাপতি রাহিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিপুর হাই স্কুল ও মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই(নিসচা)’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলাল উদ্দিন, ভৈরব পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইব্রাহিম মিয়া, কালিপুর হাই স্কুলের পরিচালনা পরিষদের সদস্য নবী হোসেন, সেলিম আহমেদ, ব্লাড এসোসিয়েশন অব ভৈরবের উপদেষ্টা রকিবুল হাসান রিপন, ব্লাড এসোসিয়েশন অব ভৈরবের সমন্বয়ক ও ঢাকাস্থ ভৈরব ছাত্র সংসদের সাবেক সভাপতি রাজন আহমেদ রিপু, কালিপুর স্টুডেন্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি এনামুল হক,রুমেল রায়হান, সাবেক সাধারণ সম্পাদক,বিজয় আহমেদ, সিস্টার হুড ভৈরব এর প্রতিষ্ঠাতা হালেমা তুজ স্নিগ্ধা, রক্তের সন্ধান সংগঠনের প্রতিষ্ঠাতা লাকী আক্তার, রক্তদানের অপেক্ষা বি-বাড়িয়ার পরিচালক হাসান আহমেদ,রক্তদানের অপেক্ষার বাজিতপুরের পরিচালক সাগর আহমেদ, স্বেচ্ছায় রক্তদান সংগঠন সাকোঁর সাবেক সভাপতি রনি আহমেদ।
শুরুতেই সংগঠনের সাংগঠনিক কার্যক্রম উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন অনন্য। অনুষ্ঠানে কেক কেটে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে বিভিন্ন রক্তদাতা সংগঠনকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়াও নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী কমিটিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আগামী ২০২২-২০২৩ মেয়াদের এক বছরের জন্য ইব্রাহিম আহমেদকে সভাপতি ও রেদোয়ান আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে সংগঠন টি ২০২০ সনে একঝাঁক তরুণ তরুণী মানবিক শিক্ষার্থী ও যুবকদের নিয়ে প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনটি একজন ক্যান্সারে আক্রান্ত রোগীকে বেশ কয়েক লক্ষ টাকার সহযোগিতা ও রক্তদান সহ বিভিন্ন মানবিক সামাজিক কর্মকাণ্ড করে সকলের নিকট প্রশংসিত হয়েছেন।
Leave a Reply