ইমন মাহমুদ লিটন,নিজস্ব প্রতিনিধিঃ
স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে বন্দর নগরী ভৈরবে স্বদেশ হসপিটাল (প্রাঃ) নামে আরও একটি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় পৌর শহরের কমলপুর ঈদগাহ রোড মর্নিংসান আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ফয়জুল আলম এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য জাকির হোসেন কাজল, মহিলা সদস্য আসমা আহমেদ, পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক অরুণ আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন সৈকত, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুল, স্বদেশ হসপিটাল (প্রাঃ) এর চেয়ারম্যান মিজানুর রহমান সাদ্দাম প্রমুখ।
অতিথিবৃন্দ আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি করেন।
Leave a Reply