এই বাজারের গরম হাওয়া
নজরুল ইসলাম সাগর
কোনটা রেখে কোনটা কিনি
ভেবেই দিশেহারা!
আয় বাড়েনি ব্যয় বেড়েছে
তাইতো পাগল পারা।
অষুধপত্র, জামাকাপড়
কিংবা চালের বাজার,
কোন পণ্যের দাম বাড়েনি
নাইতো জানা আমার।
মাছ, মাংস, সবজি বাজার
সবুজ ধনেপাতা,
তেল চিনিতে লাগছে আগুন
যায়না বলা কথা।।
দেশটা আমার একটা শ্রেণি
লিজ নিয়েছে যেনো,
এসব নিয়ে তাইতো নেই
মাথা ব্যথা কোন।।
উপর তলায় বসে তারা
সুখেই আছেন যবর,
এই বাজারের গরম হাওয়ার
পায়না কোন খবর!
স্বল্প আয়ের মানুষ যারা
মাথায় তাদের হাত,
পকেট ফাঁকা, তাই জুটেনা
এক মুঠো ডাল ভাত।
Leave a Reply