নিউজ ডেক্সঃ
গতকাল গভীর রাত ৩ টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে এবি পার্টি।
সংবাদমাধ্যমে প্রকাশার্থে এক বিবৃতিতে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার একদিকে সমঝোতার কথা বলছে অন্যদিকে একের পর এক নেতাদের গ্রেফতার করে চরম ফ্যাসিবাদী আচরণ করে চলছে। মূলতঃ ১০ ডিসেম্বরের আতংক তাদেরকে চরমভাবে পেয়ে বসেছে। নেতৃদ্বয় অবিলম্বে বিএনপি মহাসচিবসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি, নয়াপল্টনে বিএনপি অফিসে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান।
Leave a Reply