কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে সিঁধ কেটে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মিনিট্রাকসহ স্থানীয়দের সহযোগিতায় এক গরু চোরকে আটক করেছে পুুলিশ।
ঘটনাটি ঘটেছে (২১ ডিসেম্বর) বুধবার রাতে উপজেলার খাজুর ইউনিয়নের খাজুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,গত বুধবার রাতে খাজুর গ্রামের মোশারফের ছেলে বানী ইসরাইলের বাড়ীর পাকা গোয়াল ঘরের ইটের প্রাচীরে সিঁধ কেটে দুইটি গাভী সহ একটি বাছুর চুরি করে নিয়ে যায় চোরেরা।
ঘটনাটি জানতে পেরে বাড়ীর সদস্যরা চেঁচামেচি শুরু করলে আশপাশের গ্রামবাসীরা সমবেত হন। পরে খোঁজা খুজির এক পর্যায়ে পাশ্ববর্তী গোয়ালকুড়ি এলাকায় গরুগুলোকে একটি মিনি ট্রাকে উঠানোর সময় ধামইরহাট উপজেলার দেবীপুর পূর্বপাড়া গ্রামের আজাহারের ছেলে গোলাপ ওরফে বাবুকে স্থানীয়দের সহযোগিতায় পুুলিশ আটক করে। এসময় মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
Leave a Reply