মোঃ আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
বন্দর নগরী ভৈরবে অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমক পরিবেশে নান্দনিক মনোরম ও কোলাহল মুক্ত পরিবেশে আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে “ভৈরবপুর আদর্শ বিদ্যানিকেতন”নামের শিশু শিক্ষালয়।
শনিবার (২৪ ডিসেম্বর) ভৈরব পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ভৈরবপুর উত্তর পাড়ায় শুভ উদ্ধোধন করা হয়েছে “ভৈরবপুর আদর্শ বিদ্যানিকেতন”নামের শিশু শিক্ষালয়।
ফিতাকেটে ও রঙ বেরঙের বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করেন ভৈরবের কৃতিসন্তান কুমিল্লা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন।
উদ্ধোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশবরেণ্য ছড়াকার,কবি, শিশু সাহিত্যিক ও বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি রহীম শাহ, সাংবাদিক ও শিশু সাহিত্যিক জহিরুল ইসলাম, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ উদ্দিন আহমেদ, আরাফাত কেমিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফজলুর রহমান, ভৈরব পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ভৈরব শাখার সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানূরাগী মোঃ আব্দুল লতিফ, মোঃ কামরুল ইসলাম, মোঃ সেলিম সরকার,হাজী আসমত সরকারি কলেজের সহকারী অধ্যাপক বরকত উল্লাহ পাঠান, পেট্রোবাংলার সাবেক ডিজিএম কাজী দেলোয়ার হোসেন, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মনিরুজ্জামান, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক কাজী শাহিদা আক্তার রুমা, বিদ্যালয়ের পরিচালক, মানবতাবাদী সিকদার আবুল কাশেম, অধ্যাপক কাজী জাফর হোসেন,ও আশরাফুল আজিজ কবির গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ক্লাবের সহকারী ব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা শাহ আরিফ আলী শামীম।
শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সরকারি সংগীত বিদ্যালয়ের শিক্ষিকা কাজী সানজিদা আক্তার।
Leave a Reply