কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে নওগাঁ ইসলামিয়া ইস্পাহানি চক্ষু ইনস্টিটিউট’র আয়োজনে ও চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।এদিন চাঁন্দাশ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অসহায় দরিদ্র হত দরিদ্র চক্ষু রোগীরা এখানে আসেন। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১০৫ জন রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে ২৯ জন রোগীর ছানি ও ১১ জন রোগীর মাংস বৃদ্ধির অপারেশনের জন্য নির্ধারণ করা হয়।
সরোজমিনে গিয়ে কথা হয় সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা চক্ষু রোগীদের সাথে। তাদেরই মধ্য নাটশাল গোপালপুর গ্রামের মৃত সাহাবানের স্ত্রী রুমেছা, পন্ডিতপুর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী আনজুয়ারা,বাগডোব গ্রামের মৃত আজিমুদ্দিনের স্ত্রী সায়েদা, চাকলা গ্রামের মোসলেমের পুত্র রুস্তম আলী, পাঘা গ্রামের মৃত লফিরের পুত্র আনিছার, হরিপুর গ্রামের আবু তালেবের স্ত্রী রাহেলা,
ডিমজাউন গ্রামের মৃত খোদাবক্সের পুত্র আবুল কালাম সহ একাধিক রোগীদের সাথে কথা বললে তারা সকলেই জানান, ইউনিয়নের চেয়ারম্যান তাদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার ব্যবস্থা করে দিয়েছেন। তারা আরো বলেন এর পূর্বেও চেয়ারম্যান একাধিক বার চক্ষু শিবিরের আয়োজন করেছেন।
এ বিষয়ে চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপনের সাথে কথা বললে তিনি জানান,দীর্ঘ ১০ বছর ধরে তিনি এলাকার অসহায় গরিব রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে আসছেন। এ পর্যন্ত প্রায় ৩ হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চোখের ছানি ও মাংস বৃদ্ধি অপারেশন করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ইসলামিয়া ইস্পাহানি চক্ষু ইনস্টিটিউটের চক্ষু চিকিৎসক ডাঃ রাসেল আহমেদ,এসিস্ট্যান্ড প্রোগ্রাম ম্যানেজার মারুফ হাসান চৌধুরী ও ক্যাম্প অর্গানাইজার জাহাঙ্গীর আলমসহ ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ইউপি সচিব মোমিনুল ইসলাম ও সংশ্লিষ্ঠ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য হবিবর রহমান সহ গ্রাম পুলিশেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply