আতাউল গণি, অষ্টগ্রাম প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী ও অভিযোজনে সক্ষম, সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলার প্রত্যয়ে প্রণীত জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১, বিস্তরণ ২০২২ এর উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেইনার তৈরির লক্ষে ছয় দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
জেলা শিক্ষা অফিস কিশোরগঞ্জ এর আয়োজনে ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক ২৭০ জন শিক্ষক মাস্টার ট্রেইনার হিসেবে এই প্রশিক্ষণ গ্রহণ করছেন।
পরবর্তীতে তাদের উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের সকল শিক্ষকগণকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।
Leave a Reply