নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের নিয়ে এই ফলাফল ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ’র প্যানেল চেয়ারম্যান মো.জাকির হোসেন কাজল।
বিদ্যালয়ের সভাপতি হাজি আফিকুল ইসলাম হারিছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, জেলা পরিষদ মহিলা সদস্য আসমা বেগম, শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া রিপন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম এর স্বাগতিক বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য জহির উদ্দিন ভূইয়া, খলিলুর রহমান,আলমগীর হোসেন,মো.ফয়েজ উদ্দিন,আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.সেলিম আহমেদ, শিমুলকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সিনিয়র সহকারি শিক্ষক মো.মজিবুর রহমান। বিদ্যালয়ের ২০২২ সালের ১ম থেকে ৯ম শ্রেণীর সকল বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়।
Leave a Reply