শাফায়েত নাজমুল, কিশোরগঞ্জ থেকেঃ
কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে লতিবাবাদ ও রশিদাবাদ এ দুটি ইউনিয়নের কয়েকশত শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ২নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শরীফুল ইসলাম শরীফ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আফাকুল ইসলাম নাটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল হক গনি ঢালি লিমন, লতিবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শরীফুল ইসলাম।
এছাড়াও লতিবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাজুল ইসলামসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা এ দেশকে টানা চৌদ্দটি বছরে একটি মর্যাদার আসনে নিয়ে এসছেন। দেশের আনাচে কানাচে চলছে ব্যাপক উন্নয়ন। আমরা সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবো। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আগামীতে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমরা সকলে এক হয়ে নৌকার সাথে থাকবো এবং নৌকাকে জয়যুক্ত করবো এটা্ই আপনাদের কাছে আমার প্রত্যাশা।
Leave a Reply