নিজস্ব প্রতিনিধিঃ
ময়মংমসিংহে মামলা নিষ্পত্তিতে সমগ্র বাংলাদেশে দলগতভাবে প্রথম হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে ভৈরবের কৃতিসন্তান মো.হেলাল উদ্দিন স্বর্ণপদক পাওয়ায় কিশোরগঞ্জের ভৈরবে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের গকুলনগর বাজারে বালুর মাঠে এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভৈরব উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.জাকির হোসেন কাজল।
আগানগর ইউনিয়নের চেয়ারম্যান মো.হুমায়ুন কবির এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো.শরিফ আহমেদ,ভৈরব উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, বাংলাদেশ টেলিভিশন পরিকল্পনা পরিষদ সাধারন সম্পাদক মো.আক্তারুজ্জামান খোকা,সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোক্তার হোসেন, জেলা পরিষদের মহিলা সদস্য আসমা আহমেদ প্রমুখ।
জানাগেছে, সম্প্রতি ময়মনসিংহ বিচার বিভাগ মামলা নিষ্পত্তিতে সমগ্র বাংলাদেশে দলগতভাবে প্রথম হওয়া প্রধান বিচারপতি স্বর্ণপদক অর্জন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই স্বর্ণপদক গ্রহণ করেন তিনি। জেলা জজ মো. হেলাল উদ্দিন ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের কৃতি সন্তান। বর্তমানে তিনি কুমিল্লা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে মো. হেলাল উদ্দিন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।সেই পেক্ষিতে আগানগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বিচারক মো. হেলাল উদ্দিনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাজি আসমত সরকারি কলেজের প্রভাষক মো.সেলিম আহমেদ ও সার্বিক পরিচালনায় ছিলেন নবী হোসেন।
Leave a Reply