মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মাদকদ্রব্য, কিশোরগ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন, আত্মহত্যার প্রবণতা, সড়ক দূর্ঘটনা এবং পানিতে ডুবে মৃত্যু রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ডিসেম্বর) দুপুরে উপজেলার কাস্তুল ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।কাস্তুল ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন নাসিরের সঞ্চালনায় ও কাস্তুল ইউনিয়ন বিট অফিসার, পুলিশ উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্তুল ইউপি চেয়ারম্যান সাইফুল হক রন্টি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম.এ. রহিম, বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন জাহেদ, মসজিদ জাম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক খন্দকার ও ব্রহ্মানী মন্দিরের সভাপতি জগদীশ চন্দ্র দাস।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply