বিশেষ প্রতিনিধিঃ
“ডিজিটাল বংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে (৪ জানুয়ারী) বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা আতিকুর রহমান হৃদয়ের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. আব্দুস সাত্তার মাষ্টার, ১নং কুলিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. জাকারিয়া, কুলিয়ারচর পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব হুমায়ুন কবির নূরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো.ওমর ফারুক অমৃত, আওয়ামী লীগ নেতা মো. রতন মিয়া, উপজেলা যুবলীগ নেতা ওয়াসীম, গোলাম কিবরিয়া, মো. রুবেল মিয়া, সাব্বির হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান হৃদয়, মাহফুজ তপু, আমজাদুর রহমান বাবু, ইকরাম হাসান, রবিন মিয়া, আরমান, আকাশ, ওয়াজিদ, ফাহিম, আসিফ ও তনয় প্রমূখ।
Leave a Reply