কিশোরগঞ্জের ভৈরবে বইমেলা পরিষদের তিন দিনব্যাপী রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠান উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধায় বইমেলা পরিষদের আয়োজনে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে তিন দিনব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বাদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটি উপজেলা’ শহরে নিয়মিতভাবে ২৫ বছর বইমেলার আয়োজনকে তিনি বেশ কঠিন আখ্যা দিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান। প্রত্যাশা করেন এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে গৌরবের সাথে।
নতুন প্রজন্মকে মেধা-মননের চর্চায় যত্নবান হতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি বই তার কালের নির্যাস সমৃদ্ধ থাকে। তাই ওই নির্যাসকে ধারণ করতে হলে বই পড়ার বিকল্প নেই।
বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ সৌরভের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হাজি আসমত কলেজের সাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ক.ম.মোবারক আলী, রফিকুল ইসলাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, অধ্যাপক ফজলুল হক।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বইমেলা পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক সুমন মোল্লা।
আলোচনা শেষে স্থানীয় নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া ঢাকা থেকে আগত লোক নাট্যদল প্রযোজিত বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক, মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে কঞ্জুস মঞ্চায়িত হয়েছে। এসময় হাস্যরস ভরা নাটকটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।
নাটকটি রূপান্তর করেছেন প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান। আর নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী।
Leave a Reply