নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন’র পরিবারের পক্ষ থেকে সমাজের অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৯ জানুয়ারি) সকালে শহরের আমলা পাড়া এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়েছে।
বিচারপতির ছোট ভাই ও কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ভৈরব প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন কাজল সমাজের পাচঁশত শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন। এসময় মো. জাকির হোসেন কাজল জানান, প্রতি বছরের ন্যায় এবারও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের পরিবার সমাজের অসহায় শীতার্ত মানুষের পাশে রয়েছেন। ভবিষ্যতেও এই অব্যাহত থাকবে। তিনি আরও জানান, অন্যান্য বছরের মতো এবারও সাড়ে চার’শ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিয়েছেন।
প্রচন্ড শীতের সময় শীত নিবারণের জন্য কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে ওঠে।
Leave a Reply