মোঃ আলাল উদ্দিন,ভৈরব প্রতিনিধিঃ
ভৈরব উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্যবিবাহ বন্ধকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মুল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ও কোভিড-১৯, এর মোকাবেলা, করোনা (কোভিড-১৯) টিকা প্রয়োগের বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কিশোরগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া,পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ বুলবুল আহমেদ,র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহ -অধিনায়ক এএসপি আক্কাছ আলী, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুল আলম, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের সাবেক সহকারী একান্ত সচিব, মোল্লা শাখাওয়াত শহর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।
এসময় দুর্জয় মোড়ে যানজট, মাদকের ছড়াছড়ি,জন্ম নিবন্ধন সংশোধনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন। এছাড়া শিক্ষক, জনপ্রতিনিধি সাংবাদিক সহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা ভৈরবের নানাবিধ সমস্যা তুলে ধরেন।
মতবিনিময় সভা শেষে কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রতিবন্ধী শিশু আরিফের পিতা শাহাবুদ্দিন মিয়ার হাতে নতুন একটি রিকসা হস্তান্তর করেন। এসময় রিকশা চালক কালা মিয়াকেও দশ হাজার টাকার অনুদানও দেন জেলা প্রশাসক।
মতবিনিময় শেষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা, ভৈরব প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি, বিভিন্ন স্কুল,কলেজ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সেক্টর থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply