কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত। এতে হাজারো নারী-পুরুষের সমাবেশ ঘটে।
শুক্রবার (১৫ জানুয়ারী) বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের শিয়ালমারা বন্দে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ এ ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথির সাথে ঘোড় দৌড় উপভোগ করেন তার ছোট বোন সৈয়দা রাফিয়া নূর রুপা।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান এর সভাপতিত্ব অনুষ্ঠিত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা হাম্মদ আলী সিদ্দিকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ, ভাইস-চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আফাকুল ইসলাম নাটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গনি ঢালী লিমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, চৌদ্দশত ইউপি চেয়ারম্যান মো. আতাহার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ছোট, মাঝারি ও বড় এ তিন গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply