মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পুলিশী বাধায় পন্ড- হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিক্ষোভ মিছিল।
সোমবার (১৬ জানুয়ারী) সকালে অষ্টগ্রাম সদরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনসহ ১০দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ এতে বাধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সহ-সভাপতি জাকির হোসেন শফি, সিনিয়র যুগ্ন সম্পাদক নিজামুল হক নজরুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের আহমেদ ইয়ামিন, যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন আনা, সদস্য সচিব আলী রহমান, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, সদস্য সচিব আল-মাহমুদ মোস্ত্মাকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলটি ছত্রভঙ্গ হওয়ার পর দলটি পুলিশী বাধার মুখেই অষ্টগ্রাম সদরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের সঞ্চালনায় ও সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেÿ নির্বাচন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও নেতা-কর্মীদের বিরম্নদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১০দফা দাবি বাস্ত্মবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
Leave a Reply