মোস্তাফিজ আমিন॥
ভৈরবে শতাধিক এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুর্জয় ভৈরব উদ্যোক্তা ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দেশের সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের এতিম মেয়েদের মাঝে কম্বল, সুয়েটার ও শাল বিতরণ করে।
মঙ্গলবার(১৭ জানুয়ারি) দুপুরে এতিমখানার মেহের মমতাজ মিলনায়তনে ফোরামের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসী ডা. মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই শীতবস্ত্র তুলে দেন। এ সময় তিনি এতিমখানার ২০জন এতিম মেয়েকে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে ২০টি সেলাই মেশিন প্রদানের ঘোষণা দেন।
ফোরামের সভাপতি আজিজুল হক কাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শিশু পরিবারের প্রধান সমন্বয়কারি মাহিন সিদ্দিকী, ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, ব্যবসায়ী বখতিয়ার খাঁন, নারী উদ্যোক্তা ফাতেমা খাতুন শোভা।
হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের কর্মকর্তা সাইদুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের অংশনেন তাসমিন বেগম, মো. সোহাগ মিয়া, আবেদা সুলতানা রুমা, সুলতানা শাওন, শিউলি আক্তার, নিপা আমিন প্রমূখ।
Leave a Reply