বিশেষ প্রতিনিধিঃ
“শিক্ষা নিয়ে গাড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াছির মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, জেলা পরিষদের সদস্য আবদুস সাত্তার মাষ্টার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য সৈয়দ মো. জাকারিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
Leave a Reply