1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান

নওগাঁর মহাদেবপুরে অবশেষে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো শতাধিক দোকান (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮৮ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে একটি বহুতল মার্কেট নির্মাণের জন্য হাটের সরকারি খাস জায়গার দখল নিতে অবশেষে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান। একই সাথে ভেঙ্গে ফেলা হয় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫ টি সরকারি হাট শেড।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে চালানো এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরসাত জাহান র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা তার সঙ্গে ছিলেন। দিনভর মহাদেবপুরে বিষয়টি ট্যক অব দ্য টাউন হিসেবে আলোচনায় ছিল।

এর আগে গত ১৫ নভেম্বর সহকারি কমিশনার (ভূমি) এর নেতৃত্বে দোকান গুলো উচ্ছেদের অভিযান পরিচলানা করা হয়েছিল। দোকানীদের দাবির প্রেক্ষিতে সেদিন অভিযান স্থগিত রাখা হয়। সেসময় ওই এলাকার ৯৯ জন দোকানী এর প্রতিবাদ জানিয়ে ছিলেন। তারা দাবি করেন যে, সদর ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে প্রতি বছর সরকারি ঘরে নানান কর জমা দিয়ে ব্যবসা পরিচালনা করে আসলেও উচ্ছেদের জন্য তাদেরকে কোন নোটিশ দেয়া হয়নি। তারা উচ্ছেদের আগে পূণঃর্বাসনেরও দাবি জানান। কিন্তু তাদের সে দাবির বিষয়ে কোন সুরাহা না করেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মহাদেবপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের হাটের ৫৭৭ নং দাগে ২৪ শতক জায়গার উপর একটি চারতলা ভীত দিয়ে দোতলা গ্রামীণ মার্কেট ভবন নির্মাণ করা হবে। এজন্য ৩ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। নথি পর্যালোচনা করে জানা যায়, এই জায়গার উপর ইতিপূর্বে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে হাটের ৫ টি বড় শেড নির্মাণ করা হয়েছে। কিন্তু নতুন মার্কেট ভবন নির্মাণের সাইট সিলেকশন, প্লান, ডিজাইন,এস্টিমেট কোথাও সে ৫ টি শেড থাকার কথা উল্লেখ নাই। শেড গুলো কিভাবে ভেঙ্গে ফেলা হবে তারও কোন পরিকল্পনা নেয়া হয়নি।

সংশ্লিষ্টরা জানান, সরকারি স্থাপনা ভেঙ্গে নতুন স্থাপনা নির্মাণ করতে হলে যেসব নিয়ম কানুন পালন করার বিধান রয়েছে সেগুলো মানা হচ্ছেনা। এছাড়া সড়ক ও জনপদ বিভাগের সড়ক ও মহাসড়কের ৩০ ফুটের মধ্যে নতুন করে কোন স্থাপনা নির্মাণ না করার বিধান করা হলেও তা আমলে না নিয়ে মহাদেবপুর-সরাইগাছি পাকা সড়ক সংলগ্ন স্থানে এই মার্কেট নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

জানতে চাইলে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান জানান, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদেরকে এখানে নির্মিতব্য সুপার মার্কেটে অগ্রাধিকার ভিত্তিতে দোকান ঘর বরাদ্দ দেয়া হবে।

উপজেলা প্রকৌশলী সৈকত দাশ জানান, উপজেলা প্রশাসন জায়গা খালি করে দিলেই তারা নতুন মার্কেটের নির্মাণ কাজ শুরু করবেন। তিনি বলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের দেয়া নক্সায় প্রকল্প এলাকায় সরকারি ৫ টি হাট শেড থাকার কথা উল্লেখ নাই।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান জানান, ওই স্থানে সরকারি হাট শেড থাকার কথা সার্ভেয়ার কেন উল্লেখ করলেন না সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST