1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের পিতা ছিদ্দিক মিয়া’র ৫ম মৃত্যুবার্ষিকী পালিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমের পিতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী প্রয়াত আলহাজ্ব ছিদ্দিক মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (২৫ জানুয়ারি) তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে কুলিয়ারচর পৌর এলাকার বেতিয়ার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

কর্মজীবনে সফল ব্যবসায়ী হয়েও আর্তমানবতা এবং জনসেবামূলক কাজ করে আলহাজ্ব ছিদ্দিক মিয়া থেকে তিনি হয়ে উঠেছিলেন কোম্পানি। সাধারণ মানুষ তাঁকে কোম্পানি হিসেবেই সম্বোধন করতে অধিক পছন্দ করতেন।

তিনি দেশের প্রত্যান্ত অজপাড়া গাঁয়ে জন্মগ্রহন করে সাধারণ মানুষ থেকে নিজেকে অসাধারণ ব্যক্তি হয়ে উঠার লড়াইয়ে সাফল্যলাভ করেছিলেন। তিনি নিজের প্রজ্ঞা, মেধা, পরিশ্রম, আর ধৈর্যকে একাকার করে কাজে লাগিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ। যা আজও সগৌরব সুনামের সাথে ব্যবসা করে দেশের অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি ব্যবসার পাশাপাশি মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখে নিজ এলাকা কুলিয়ারচরসহ দেশের বিভিন্ন উপজেলায় মানবিক কাজ করে গেছেন মৃত্যুর আগ প্রর্যন্ত। নিজ জন্মভূমি কুলিয়ারচরে গড়ে তুলেছেন বহু মাদ্রাসা, মসজিদ ও স্কুল। এছাড়াও তিনি দ্বায়িত্ব পালন করেছেন কুলিয়ারচর ডিগ্রী কলেজ, বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, স্কুল ও বিভিন্ন মানবিক সংগঠনে পরিচালনা পর্ষদের। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চেষ্টা করেছেন, গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগীতা করার জন্য। জীবদ্দশায় তিনি গরীব দুঃখী ও অসহায় মানুষের কল্যাণে কিছু করার জন্য কুলিয়ারচরে “অঙ্গীকার সংসদ” নামে একটি সামাজিক প্রতিষ্ঠান ও আ. জলিল ভূঁইয়া ফ্রি ক্লিনিক গড়ে তুলেছিলেন। যে ক্লিনিক থেকে প্রতি শুক্রবার গরীব রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। পাশাপাশি এমনই ভাবে চালু রেখেছিলেন অসহায়, অসুস্থ, কন্যা দায়গ্রস্থ পিতাকে আর্থিক সাহায্য করা।

তিনি দীর্ঘ জীবনে ব্যবসার পাশাপাশি মহান লক্ষ্য নিয়ে মানুষের সেবা করতেন বলেই এলাকাবাসীর নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ও পরম আপনজন ছিলেন। এলাকার যে কোন সমস্যা সমাধানের জন্য সর্বসময় গুরুত্বপূর্ণ অবদান রাখতেন তিনি। যা কুলিয়ারচরবাসী আজও শ্রদ্ধাভরে স্বরণ করেন।

ব্যক্তি জীবনে আলহাজ্ব ছিদ্দিক মিয়া ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও স্পষ্টবাদী মানুষ। সেই হিসেবে তার সুখ্যাতি ছিল সর্বমহলে বিদ্যমান। কর্তব্যপরায়ণ ও আদর্শ নিষ্ঠবান এই মানুষটি দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সাহসী ভূমিকা পালন করেছেন। বন্যা-খড়াসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। এক কথাই মানব কল্যাণে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।

আলহাজ্ব ছিদ্দিক মিয়া ১৯৩০ সালের ১০মে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।

কীর্তিমান এই মানুষটি দীর্ঘ ৮৮ বছর জীবনযাপন শেষে ২০১৮ সালের ২৫ জানুয়ারি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST