ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় পুলিশের বিশেষ চলমান অভিযানে দীর্ঘদিন যাবত একের পর এক মাদক কারবারি আটক ও সাজাপ্রাপ্ত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে ইটনা থানার এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদরের পুর্বগ্রাম মীরবাড়ি গ্রামের সামনে নির্মাণাধীন পলিটেকনিক কলেজ মোড়ে অভিযান চালিয়ে ২ কেজি গাজাঁসহ (১) সাব্বির মিয়া (১৯), শাহিন মিয়া (২৬), সোহান মিয়া(১৯) নামের মাদক তিন কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি সাব্বির মিয়া সদরের পশ্চিমগ্রাম কানিহাটির আইকুল মিয়ার ছেলে, শাহিন মিয়া বানিয়াহাটির সাহেদ আলীর ছেলে ও সোহান মিয়া খালপাড় হাটির সাদির মিয়ার ছেলে।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা বলেন,আমরা ইটনাবাসীর সহযোগীতায় মাদক মুক্ত ইটনা গড়তে আমাদের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply