বেলাব প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবতে স্বাধীনতা পুরস্কার ২০২২ প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট (অব).আব্দুল জলিলকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।
শুক্রবার (১০ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকায় নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে বেলাব নারায়ণপুর লাল সবুজ চেতনা সংসদ সভাপতি কাজী শামিম হাসান’র সভাপতিত্বে ও বেলাব নারায়ণপুর লাল সবুজ চেতনা সংসদ সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন রস্তুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় শিল্প মন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ন।
উক্ত সংবর্ধনাতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভর্নিং বডিং সভাপতি, লাল সবুজ চেতনা সংসদের প্রধান উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃখায়রুল বাকের।
আগরতলা মামলার গবেষক, দূর্যোগ ব্যবস্থাপনা ও জাতিগত অধিকার বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ডঃফাতিমা ইয়াসমিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভা সাবেক মেয়র, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ফখরুল আলম আক্কাস, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমসের জামান ভূইয়া রিটন,বেলাব উপজেলা আওয়ামী (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খাঁন ও সাধারণ সম্পাদক মোঃনজরুল ইসলাম,নরসিংদী জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মোল্লা, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাউছার কাজল,সল্লাবাদ ইউপি চেয়ারম্যান মোঃজাকির হোসেন স্বপন,নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃখায়রুল হাসান’সহ প্রমুখ।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবদুল জলিলকে সংগঠনের ব্যানারে ফুলেল শুভেচ্ছা জানায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার ২৯ নম্বর আসামী। গত বছরের ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০২২ সালের জন্য মনোনীত স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন বরেন্য এই বীরযোদ্ধা।
উক্ত সংবর্ধনায় ঢাকা থেকে আগত ঘাসফুল শিশু কিশোর সংগঠন ও স্থানীয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
Leave a Reply