হারুনুর রশিদ,রায়পুরা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী আন্তঃনগর এগারোসিন্দূর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রেখা বেগম (৬৭) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০ টায় উপজেলার হাঁটুভাঙ্গা ও খানাবাড়ি রেলস্টেশনের মধ্যকার স্থানে রেললাইনে এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা রেখা বেগম (৬৭) উপজেলার আদিয়াবাদ মধ্যপাড়া গ্রামের বসবাস করতেন এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে ঢাকাগামী আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু হয়। ওই বৃদ্ধার কোন বিয়েই হয় নি। তিনি প্রায় ৫০ বছর যাবৎ ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। তিনি আদিয়াবাদ ইউনিয়নে একজনের দান করা একটু জায়গায় একটি ঝুঁপড়ি ঘরে একাই বসবাস করতেন। ধারণা করা হচ্ছে ভিক্ষাবৃত্তি করতে গিয়ে ট্রেনে কাটা পরে মৃত্যু হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে যতদূর জানতে পেরেছি ওই বৃদ্ধার কোন বিয়ে হয়নি। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। সকালে এগারোসিন্দুর ট্রেনে কাঁটা পড়ে তার ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করতে আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া ঘটনাস্থলে এসে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারকে দিয়ে দেয়ার জন্য অনুরোধ করে। এখন বিষয়টি নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় ঊধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হতে পারে।
Leave a Reply