এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। মোটরসাইকেল মাদক পাচারকালে ২৫ বোতল ফেনসিডিলসহ অভিযুক্ত মোঃ রুস্তম মিয়া (৪৭) ও সাজ্জাদ হোসেন রিয়ান(২০) আটক করা হয়। এসময় পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১১ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র্যাবের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। আটককৃত দুই মাদক পাচারকারী ভৈরব পৌর এলাকার চন্ডিবের গ্রামের বাসিন্দা।
উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করেছে র্যাব।
Leave a Reply