এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারী) দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কাজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আসমা আহমেদ প্রমুখ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ লোকমান সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওই স্কুলের প্রধান শিক্ষক লেফটেন্যান্ট মোঃ অহিদুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য মো: মোবারক হোসেন, মোঃ কামাল মিয়া, আতিক আহমেদসহ পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Leave a Reply