এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জ ভৈরবে গাজাঁসহ মাদক সম্রাট স্বপন (৫০) ওরুফে জিরা স্বপনকে আটক করেছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে তাকে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠায় পুলিশ।আটককৃত জিরা স্বপন ভৈরব পৌর শহরের পঞ্চবটি এলাকার দেওয়ান আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌর বাসস্ট্যান্ড এলাকায় লাবিবা কাউন্টারের সামনে থেকে মাদক কারবারি স্বপনকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা ব্যাগ তল্লাসী করে ৪কেজি গাজাঁ পাওয়া যায়।
এ বিষয়ে হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বপনকে আটক করা হয়। স্বপনের বিরুদ্ধে ভৈরব থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদক বহণের দায়ে মাদক আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে জিরা স্বপনকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply