অজয় সাহা,বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লায়লা কানিজ লাকি।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগের এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি হিসেবে দল থেকে মনোনীত প্রার্থীদের চুরান্ত তালিকা প্রকাশ করা হয়।
গত ২৩ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের সময়সূচী প্রকাশ করে তফসিল ঘোষনা করার পর এ পদে ক্ষমতাসীন আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন একাধিক প্রার্থীরা। আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার উপজেলার ১৬১ কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে এ পদের জন্য ভোটগ্রহন করার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১৩ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক এর ক্যান্সার জনিত কারনে মৃত্যু হয়। তার মৃত্যুর পর ওই পদটি শূন্য হয়ে যায়। পরে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন
Leave a Reply