সাফায়েত নাজমুল কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের জেলা সদরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিকী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২০ফেব্রুয়ারী) সকালে কিশোরগঞ্জের জেলা সদরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিকী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরুতেই বিদ্যালয়ের সাবেক ছাত্র যুবলীগ নেতা আকরামুল ইসলাম হৃদয় ও আরমান আলি অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ৷
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি এডভোকেট তারেক উদ্দিন আবাদ’র সভাপতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ নৌসাদ খান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার মাকসুদা ৷
এছাড়া অনুষ্ঠানে সাবেক ও বর্তমান বিদ্যালয় পরিচালনা পরিষদের সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের দেশ অনেক দূরে এগিয়ে গেছে জননেত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বের কারণে ৷ তিনি উপস্থিত সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলকে আহ্বান জানান ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।
Leave a Reply