কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর কমিউনিটি ক্লিনিকে আয়োজিত সমাবেশে ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-
বদলগাছী) আসনের সংসদ সদস্য,সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম তার সঙ্গে ছিলেন। তিনি জানান, ক্যাম্পেইনে উপজেলার ২৪১ টি পয়েন্টে শুণ্য থেকে ৫ বছর বয়সী ৩৭ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। এজন্য শতাধিক স্বাস্থ্যকর্মী কাজ করছেন।
সমাবেশে বক্তব্য দান কালে এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকারে থাকার সময় দেশের বিভিন্ন প্রত্যন্ত পল্লীতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। এসব ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবাকে গ্রামের মানুষের দোড়গোরায় পৌছে দিয়েছেন।
Leave a Reply