অজয় সাহা,বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন গতকাল সোমবার ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম। এসময় দাখিলকৃত কাগজপত্র জটিলতার কারনে মোহাম্মদ শাহ আলম নামে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল রবিবার মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
বৈধ মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক লায়লা কানিজ লাকি, স্বতন্ত্র প্রার্থীরা হলেন-অহিদুজ্জামান পনির হোসেন, মো: সোলায়মান খন্দকার (সোনা মিয়া), মোহাম্মদ কবির হোসেন ও মোঃ মোক্তার হোসেন।
রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, যাচাই বাছাই পূর্বক দাখিলকৃত ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র সঠিক পাওয়া গেছে এবং মো. শাহ আলম নামে একজন প্রার্থীর দাখিলকৃত কাগজপত্রে তথ্য জটিলতার কারনে বাতিল করা হয়েছে।
ঘোষিত তপসিল মোতাবেক প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, ২৮ফেব্রুয়ারী প্রতিক বরাদ্ধ এবং ১৬মার্চ বৃহস্পতিবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৬ জন, কেন্দ্র সংখ্যা ১৬১টি, ভোট কক্ষ ৯৯৩ টি।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ক্যান্সারে আক্রান্ত্র হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক মৃত্যুবরণ করায় পরবর্তিতে পদটি শুন্য ঘোষনা করেন কর্তৃপক্ষ।
Leave a Reply