অষ্টগ্রাম প্রতিনিধি:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট এন্ড রিডিং স্কিলস এ্যমাং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অষ্টগ্রামে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকবৃন্দের দিনব্যাপী উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় অষ্টগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহায়তায় মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন-অর রশিদ এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম রোটারি কলেজের অধ্যক্ষ মুস্তবা আরিফ খানসহ অষ্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত পাঠাভ্যাস কর্মসূচির এসিস্ট্যান্ট ম্যানেজার গাজী মুইনুল হক, আবু আব্দুল্লাহ ও টিম লিডার আবু বক্কার লিটন প্রমুখ।
জানাযায়-শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও পাঠদক্ষতার উন্নয়ন, লাইব্রেরী ব্যবস্থার উন্নয়ন, দেশের সার্বিক শিক্ষার মান উন্নয়ন, সর্বোপরি পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষে ২০২৩ সালে দেশের ৬৪ জেলায় ৩০০ টি উপজেলার ১৫০০০ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে।
Leave a Reply